Featured Post
কবিতাঃ- মমতাজের প্রয়োজনে, কবিঃ সেখ নুরুল হুদা Poem:- Mamtajer Proyojone, Poet: Sekh Nurul Huda
- Get link
- X
- Other Apps
মমতাজের প্রয়োজনে
কবি সেখ নুরুল হুদা

তুমি চুরি করে এসেছিলে--আমার কাছে
দুর্বার গতিতে, এই দিগন্ত নীল আকাশের নীচে।
বলেছিলাম : আসার জন্য চেষ্টা করো
প্রতিশ্রুতি দিও না হৃদয়ের দরজা খুলে
প্রতিশ্রুতি থাকে না জীবনে চলার পথে।
তবু এসেছিলে তোমার অনুরাগ দেহখানা নিয়ে। তখন
তোমার জঠরে-চুম্বনে, এঁকেছিলুম তাজমহল। এখন
তুমি রাজনীতির গোপন ইতিহাসে 'গহীন কবর মাঝে'
তবু আমি প্রতীক্ষায়। শুধু তোমার ভালোবাসায়---
এসো মমতাজ। এসো।
দেখ মমতাজ! ভালোবাসা হঠাৎ আসে না, আসে---
সংগ্রামের পথ দিয়ে। আমি সেই পথ দিয়ে চলেছি
তোমাদের সঙ্গে। আমার লক্ষে পৌঁছে যাব বলে,
কারণ তুমি আমার জীবনের আলো-আশা
কী আশ্চর্য!
কী গভীর চক্রান্তে পঞ্চাশটা বছর পার হয়ে গেল
আমার নিপীড়িত বাঁচার ব্যাপ্তি। তবে সেই সংগ্রামের
আগুন জ্বলে উঠুক দাউ দাউ করে প্রেমের রক্তে
শিরায় শোণিতে। এসো তলোয়ার দাও আলিঙ্গন
যতটা মমতাজের প্রয়োজন। শুধু মাত্র এখন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
দয়া করে কোন spam link দিয়ে কমেন্ট করবেন না