Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতাঃ-বীরাঙ্গনা , কবিঃ- ফাল্গুনী মুখার্জী। Poem:- Birangana, Writer:- Falguni Mukharjee

 বীরাঙ্গনা

       -ফাল্গুনী  মুখোপাধ্যায়





শক্তিরুপেনমাতৃ রুপেন,

শক্তির আধার হলো নারী আবার সংগ্রামের ও আধার হলো সেই নারীই।

কথিত সমাজের বুকে নারী মানেই অবলানির্বোধপদদলিতলাঞ্ছিত।

কিন্তু আমি বলি নারী মানেই বীরাঙ্গনা।

আমাদের দেশ মাও একজন নারী।

তাকে স্বাধীন করতে এগিয়ে এসেছিলেন বহু বীরাঙ্গনা ও।

সেই বীরাঙ্গনা দের মধ্যে থেকেও এমন এক নারী ও ছিল তিনি সংগ্রামী।

তাহার নামটি বাসন্তী দেবী।

ভারতের স্বাধীনতা আন্দোলনে র নারী হিসাবে অনন্য।

তাহার নামটি আজও গোপনীয়।

তার নেতৃত্বছিল তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও অনবদ্য।

তিনি আজও বিখ্যাত ব্রিটিশ কারাগারে বন্ধিনী প্রথমা নারী হিসাবে।

তৎকালীন বীরাঙ্গনা র আরো এক পরিচয়ে পরিচিত জানেন টা সকলে??

তিনি ছিলেন দেশ বন্ধু চিত্তরঞ্জন এর অর্ধাঙ্গিনী। একাধারে অর্ধাঙ্গিনীঅন্যদিকে জননী,আবার বীরাঙ্গনা ও।

এমন রূপ সচরাচর দেখা যায় না কোথাও।

নেতাজি সুভাষ যাকে সম্মোধন করতেন "মা" ডাকে তাকে আমরা ভুলি কি করে?

যাকে উদেশ্যে করে তিনি বানিয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা রেজিমেন্ট আমরা টা সবাই জানি তা ছিল রানী লক্ষীবাই রেজিমেন্ট।

এত বড়ো সন্মানে যিনি সম্মানিত হলেন তিনি বীরাঙ্গনা ছাড়া আর কি বা হতে পারেন?

পরাধীন দেশমাতার স্বাধীনতার হেতু দিতে হয় তাকে আত্মবলিদান।

সেই নারী কে জানাই হে বীরাঙ্গনা  তুমি লহ হে প্রণাম।


Comments

Popular post

কবিতা- বৈষম্য, লেখিকাঃ-শ্রেয়সী মিশ্র। Poem:- Boishomya, Poet:-Shreyasi Mishra

কবিতাঃজালিয়ানওয়ালা বাগ ,কবি কলমেঃ-রীতা বসু । Poem: Jallianwala Bagh, Poet:-Rita Basu, new bengali poem