Featured Post
কবিতাঃ-বীরাঙ্গনা , কবিঃ- ফাল্গুনী মুখার্জী। Poem:- Birangana, Writer:- Falguni Mukharjee
- Get link
- X
- Other Apps
বীরাঙ্গনা
-ফাল্গুনী মুখোপাধ্যায়

শক্তিরুপেন, মাতৃ রুপেন,
শক্তির আধার হলো নারী আবার সংগ্রামের ও আধার হলো সেই নারীই।
কথিত সমাজের বুকে নারী মানেই অবলা, নির্বোধ, পদদলিত, লাঞ্ছিত।
কিন্তু আমি বলি নারী মানেই বীরাঙ্গনা।
আমাদের দেশ মাও একজন নারী।
তাকে স্বাধীন করতে এগিয়ে এসেছিলেন বহু বীরাঙ্গনা ও।
সেই বীরাঙ্গনা দের মধ্যে থেকেও এমন এক নারী ও ছিল তিনি সংগ্রামী।
তাহার নামটি বাসন্তী দেবী।
ভারতের স্বাধীনতা আন্দোলনে র নারী হিসাবে অনন্য।
তাহার নামটি আজও গোপনীয়।
তার নেতৃত্বছিল তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও অনবদ্য।
তিনি আজও বিখ্যাত ব্রিটিশ কারাগারে বন্ধিনী প্রথমা নারী হিসাবে।
তৎকালীন বীরাঙ্গনা র আরো এক পরিচয়ে পরিচিত জানেন টা সকলে??
তিনি ছিলেন দেশ বন্ধু চিত্তরঞ্জন এর অর্ধাঙ্গিনী। একাধারে অর্ধাঙ্গিনী, অন্যদিকে জননী,আবার বীরাঙ্গনা ও।
এমন রূপ সচরাচর দেখা যায় না কোথাও।
নেতাজি সুভাষ যাকে সম্মোধন করতেন "মা" ডাকে তাকে আমরা ভুলি কি করে?
যাকে উদেশ্যে করে তিনি বানিয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা রেজিমেন্ট আমরা টা সবাই জানি তা ছিল রানী লক্ষীবাই রেজিমেন্ট।
এত বড়ো সন্মানে যিনি সম্মানিত হলেন তিনি বীরাঙ্গনা ছাড়া আর কি বা হতে পারেন?
পরাধীন দেশমাতার স্বাধীনতার হেতু দিতে হয় তাকে আত্মবলিদান।
সেই নারী কে জানাই হে বীরাঙ্গনা তুমি লহ হে প্রণাম।
-ফাল্গুনী মুখোপাধ্যায়

শক্তিরুপেন, মাতৃ রুপেন,
শক্তির আধার হলো নারী আবার সংগ্রামের ও আধার হলো সেই নারীই।
কথিত সমাজের বুকে নারী মানেই অবলা, নির্বোধ, পদদলিত, লাঞ্ছিত।
কিন্তু আমি বলি নারী মানেই বীরাঙ্গনা।
আমাদের দেশ মাও একজন নারী।
তাকে স্বাধীন করতে এগিয়ে এসেছিলেন বহু বীরাঙ্গনা ও।
সেই বীরাঙ্গনা দের মধ্যে থেকেও এমন এক নারী ও ছিল তিনি সংগ্রামী।
তাহার নামটি বাসন্তী দেবী।
ভারতের স্বাধীনতা আন্দোলনে র নারী হিসাবে অনন্য।
তাহার নামটি আজও গোপনীয়।
তার নেতৃত্বছিল তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও অনবদ্য।
তিনি আজও বিখ্যাত ব্রিটিশ কারাগারে বন্ধিনী প্রথমা নারী হিসাবে।
তৎকালীন বীরাঙ্গনা র আরো এক পরিচয়ে পরিচিত জানেন টা সকলে??
তিনি ছিলেন দেশ বন্ধু চিত্তরঞ্জন এর অর্ধাঙ্গিনী। একাধারে অর্ধাঙ্গিনী, অন্যদিকে জননী,আবার বীরাঙ্গনা ও।
এমন রূপ সচরাচর দেখা যায় না কোথাও।
নেতাজি সুভাষ যাকে সম্মোধন করতেন "মা" ডাকে তাকে আমরা ভুলি কি করে?
যাকে উদেশ্যে করে তিনি বানিয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা রেজিমেন্ট আমরা টা সবাই জানি তা ছিল রানী লক্ষীবাই রেজিমেন্ট।
এত বড়ো সন্মানে যিনি সম্মানিত হলেন তিনি বীরাঙ্গনা ছাড়া আর কি বা হতে পারেন?
পরাধীন দেশমাতার স্বাধীনতার হেতু দিতে হয় তাকে আত্মবলিদান।
সেই নারী কে জানাই হে বীরাঙ্গনা তুমি লহ হে প্রণাম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
দয়া করে কোন spam link দিয়ে কমেন্ট করবেন না